দেশজুড়ে

আড়িয়াল খাঁ পাড়ে মাটি কাটার হিড়িক

শিবচরের বহেরাতলা ইউনিয়নের টেকেরহাটে আড়িয়াল খাঁ নদের পাড়ে চলছে মাটি কাটার হিড়িক। নদী তীরের মাটি ও গাছ কেটে নিচ্ছে অসাধু মাটি ব্যবসায়ীরা। এভাবে পাড়ের মাটি ও গাছ কেটে নেয়ায় দুর্বল হয়ে পড়ছে নদীর তীর। ফলে আগামীতে আবারও ভাঙনের আশঙ্কা করছেন স্থানীয়রা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি নিজ স্বার্থে নদীর পাড়ের মাটি ও গাছ কেটে সাবাড় করছে। সবার চোখের সামনেই কেটে নিচ্ছে নদী পাড়ের মাটি। এতে হুমকির মুখে আড়িয়াল খাঁ পাড়ের জমি। আশপাশে বেড়িবাঁধ থাকলেও নদীর পাড়ের উঁচু মাটি কেটে সমান করে ফেলেছে চক্রটি। ফলে অদূর ভবিষ্যতে আবারও নদীভাঙনের আশঙ্কা করছেন আড়িয়াল খাঁ পাড়ের বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, গত কয়েক বছর আগে বহেরাতলার টেকেরহাট এলাকা ভাঙনের কবলে পড়ে। তবে পরের বছর জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও স্থানীয় প্রশাসন ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেয়ায় তখন এই অঞ্চলটি রক্ষা পায়। আশপাশে নদী তীরে বাঁধ থাকলেও বর্তমানে কিছু অসাধু লোক নিজ স্বার্থে পাড় কেটে বিলীন করছে। ফলে আড়িয়াল খাঁয় আবার ভাঙন দেখা দিতে পারে।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান বলেন, অবৈধভাবে পাড়ের মাটি কাটায় নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। শিগগিরই এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

এ কে এম নাসিরুল হক/এমএমজেড/পিআর