আন্তর্জাতিক

বারকিনা ফাসোতে সেনা অভ্যুত্থান

বারকিনা ফাসোতে সেনা অভ্যুত্থান ঘটেছে। সেনাবাহিনী দেশটির ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বারকিনা ফাসোর জাতীয় টেলিভিশন ও রেডিওতে এ ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। খবর আল জাজিরা।জাতীয় নির্বাচনের কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী শাসনক্ষমতা নিয়ন্ত্রণে নিলো। দেশটির জাতীয় টেলিভিশন ও রেডিও স্টেশনে সেনাবাহিনীর ভাষণে বলা হয়, অন্তবর্তীকালীন সরকার ভেঙে দেয়া হয়েছে। দেশের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।এর আগে বুধবার দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সেনা সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করে।ফানি নওরো নামের স্থানীয় এক সাংবাদিক বলেন, শহরের রাস্তা-ঘাটে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া বিপুল সংখ্যক সেনা সদস্যদেরকে রাস্তায় টহল দিতে দেখা গেছে। তবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বেঁচে আছেন কিনা এ বিষয়ে কোনো তথ্য নেই।আগামী ১১ অক্টোবর দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। অনেকেই আশা করছিলেন, এর মাধ্যমে দেশটিতে গণতন্ত্র একটি শক্ত কাঠামো পাবে। কিন্তু তার আগেই দেশটির শাসন-ক্ষমতা সেনাবাহিনী নিয়ে নিলো।গত বছরের শেষের দিকে দেশটিতে গণ-আন্দোলনের মুখে ২৭ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্টের পদত্যাগ ঘটে। এর পর দেশটিতে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়।এসআইএস

Advertisement