খেলাধুলা

জয়ের সুখস্মৃতি নিয়ে তাজিকিস্তান যাচ্ছেন জামাল ভূঁইয়ারা

বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ খেলতে রোববার সকালে তাজিকিস্তানের উদ্দেশে রওনা হবে জাতীয় ফুটবল দল। দেশটির রাজধানী দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামে আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। তাজিকিস্তানগামী জাতীয় ফুটবল দল সঙ্গে নিয়ে যাচ্ছে জয়ের সুখস্মৃতি।

Advertisement

আজ (শনিবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে জাতীয় ফুটবল দল প্রস্তুতি ম্যাচ খেলেছে অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে। ম্যাচে জেমি ডে’র শিষ্যরা জিতেছে ৩-১ গোলে।

২৩ আগস্ট ক্যাম্প শুরুর পর জামাল ভূঁইয়াদের অনুশীলন হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। মাঝে একদিন বিকেএসপি নিয়ে ছেলেদের ফিটনেস পরীক্ষা নিয়েছেন কোচ। তাজিকিস্তানে ম্যাচটি হবে টার্ফে। তাইতো যাওয়ার আগে কোচ টার্ফে একটা প্রস্তুতি ম্যাচ খেলালেন তার শিষ্যদের।

ম্যাচটি ছিল ৭৫ (২৫+২৫+২৫) মিনিটের। ঘুরিয়ে ফিরিয়ে ক্যাম্পে থাকা ২৬ জনকেই খেলিয়েছেন জেমি ডে। যদিও ম্যাচের আগেই জেমি ডে তার ২৩ সদস্যের দল ঠিক করে রেখেছিলেন। বাদ পড়া তিনজনের একজন মনজুরুর রহমান মানিকও গোল করেছেন একটি।

Advertisement

দ্বিতীয় মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় জাতীয় দল। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মানিক। ৬০ মিনিটে সুশান্ত ত্রিপুরা গোল করলে ব্যবধান হয় ৩-০। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে অনূর্ধ্ব-১৯ দলের বাপ্পী গোল করে ব্যবধান ৩-১ করেন।

আরআই/এসএএস/এমএস