পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হওয়ার পর দেশি-বিদেশি ১৩৯টি এনজিও ওই এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে বিভিন্ন অপকর্মমূলক অভিযোগ ওঠায় তালিকা করে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
Advertisement
শনিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে। সে ধরনের তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন দেশি-বিদেশি এনজিও নানাভাবে তদবিরও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য।
সিলেট সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ দুজন যদি না থাকতেন এটা হতো না, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
Advertisement
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর আযম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/আরএআর/জেআইএম