রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই কমছে। গত ২৪ ঘণ্টায় পূর্ববর্তী ২৪ ঘণ্টার চেয়ে সারাদেশে ২৬৫ জন কম ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার জানান, রাজধানীর ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং বিভিন্ন বিভাগীয় হাসপাতালে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (৩১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ৭৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৩৪৯ জন ও ঢাকার বাইরের হাসপাতলে ৪১১ জন ভর্তি হন। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৪৬৫ জন এবং ঢাকার বাইরে ৫৬০ জন ভর্তি হন।
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৩ আগস্ট সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪৪৬ জন। সে তুলনায় এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু ভর্তি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বর্তমানে রাজধানী ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
Advertisement
এমইউ/আরএস/জেআইএম