রাজধানীর সদরঘাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার দুই সদস্যকে আটক করেছে র্যাব-২। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
Advertisement
আটক দুইজন হলেন- বরিশাল বিএম কলেজের ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সালেহ ইমু (২২) ও শিক্ষক সহিফুল ইসলাম সাইফ (৩১)।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার আল ইসলামের দুই জঙ্গি বরিশাল থেকে লঞ্চে ঢাকায় আসছে, আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল সদরঘাটের লঞ্চ টার্মিনালে অবস্থান নেয়। পরে সদরঘাট টার্মিনালে বরিশাল থেকে আসা ওই দুইজনকে সকাল সাড়ে ৭টার দিকে আটক করা হয়।
আটক দু’জন আনসার আল ইসলামের প্রচার শাখার সক্রিয় সদস্য বলে জানান মহিউদ্দিন ফারুকী।
Advertisement
তিনি আরও বলেন, আটক করার সময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, মিডিয়া সামগ্রী, বই ও ভিডিও নির্মাণ/ডাবিং ও অন্যান্য প্রচার সামগ্রী উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এআর/আরএস/জেআইএম