জান্নাত নামে আনুমানিক ১৫ বছরের হারিয়ে যাওয়া এক কিশোরীর বাবা-মাকে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশি হেফাজতে রয়েছে।
Advertisement
শুক্রবার (৩০ আগস্ট) রাজধানীর গাবতলী তিন রাস্তার মোড়ে জান্নাতকে পায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, জান্নাতের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৮ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কফি রঙয়ের জামা এবং গোলাপী প্রিন্টের সেলোয়ার।
উদ্ধারের পর জান্নাত জানায় তার বাবার নাম মো. উজ্জ্বল এবং মা নাজমা বেগম। সে আরও জানায়, তার বাড়ি রাজশাহীর তানোর থানায়। সে তার গ্রাম ও বাড়ির ঠিকানা বলতে না পারায় দারুস সালাম থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে পাঠিয়ে দেয়।
Advertisement
জান্নাতকে উদ্ধারের ঘটনায় দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডিএমপি জানায়, জান্নাতের কোনো স্বজনের সন্ধান পেলে বা ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।
এআর/এএইচ/জেআইএম
Advertisement