পাঁচ টেস্টের সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। এখন শেষ দুই টেস্টই নির্ধারিত হবে এবারের অ্যাশেজের ভাগ্য। এমন সময় বড় দুঃসংবাদ শুনলো ইংল্যান্ড।
Advertisement
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরে পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়েও জয় পায়নি বৃষ্টির কারণে। তৃতীয় টেস্টেও হারের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল স্বাগতিকরা।
বেন স্টোকস অসাধ্য সাধন করে দলকে জিতিয়েছেন ১ উইকেটে। ওই জয়েই এখন সিরিজে ১-১ সমতায় ফিরেছে ইংলিশরা। কিন্তু সমতায় ফিরলেই তো হবে না, অ্যাশেজ ঘরে তুলতে হলে শেষ দুই টেস্টের কমপক্ষে একটি জিততে হবে।
এমন সময়ে দুঃসংবাদ পেল স্বাগতিকরা। শেষ দুই টেস্টে খেলা হচ্ছে না দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের। পায়ের (কাফ) চোটে অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে পড়েছেন টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারি।
Advertisement
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে আগামী ৪ সেপ্টেম্বর, ম্যানচেস্টারে।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ররি বার্নস, জস বাটলার, স্যাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, ক্রেইগ ওভারটন, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড।
এমএমআর/জেআইএম
Advertisement