প্রবাস

আমিরাতে পবিত্র আশুরা ৯ সেপ্টেম্বর

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে শনিবার (৩১ আগস্ট) শুরু হচ্ছে নতুন আরবি বছর, ১৪৪১ হিজরি। আগামী ৯ সেপ্টেম্বর (সোমবার) পালিত হবে পবিত্র আশুরা (১০ মহররম)।

Advertisement

শুক্রবার (৩০ আগস্ট) আমিরাতের চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কমিটি সদস্যরা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

হিজরী নববর্ষ (ইসলামী নতুন বছর) উপলক্ষে আগামীকাল ৩১ আগস্ট শনিবার দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (স.) মক্কার কুরাইশদের নির্যাতিনে অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনা চলে যান। তার এ জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে ‘হিজরত’ আখ্যা দেয়া হয়। রাসুল মুহাম্মদের মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরি সাল গণনার সূচনা।

Advertisement

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) এর শাসনামলে ১৭ হিজরি অর্থাৎ হযরত মুহাম্মদের মৃত্যুর সাত বছর পর চন্দ্র মাসের হিসাবে এ পঞ্জিকা প্রবর্তন করা হয়। হিজরতের এ ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা ওঠে তখন তারা সর্বসম্মতিক্রমে হিজরত থেকেই এ পঞ্জিকা গণনা শুরু করেন। যার ফলে চন্দ্রমাসের এ পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।

এনডিএস/