সাহিত্য

ভারতের ‘কবিতাআশ্রম’ পুরস্কার পেলেন শামীম রেজা

ভারতের ‘কবিতাআশ্রম’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের কবি শামীম রেজা। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যপত্রিকা ‘কবিতাআশ্রম’তাকে এ পুরস্কার দিয়েছে।

Advertisement

আগামী ১৭ সেপ্টেম্বর কবি বিনয় মজুমদারের জন্মদিন উপলক্ষে তার নিবাস ঠাকুরনগর ও বনগ্রামে আয়োজিত সাহিত্য উৎসবে এক সংবর্ধনার মধ্য দিয়ে শামীম রেজার হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

পুরস্কারের আর্থিক মূল্য ১০ হাজার ভারতীয় মুদ্রা।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় শামীম রেজা বলেন, ‘আমি আপ্লুত। ভারতসহ বিশ্বের বিভিন্ন বাংলাভাষী অঞ্চলে বাংলাদেশের কবিতা বিশেষ মান্যতা পাচ্ছে। এটি আনন্দের বিষয়। আমাদের সাম্প্রতিক কবিতা বর্তমানে পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে।’

Advertisement

শামীম রেজা নব্বই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ কবি। এখন পর্যন্ত তার প্রকাশিত কবিতা গ্রন্থের মধ্যে ‘নালন্দা দূর বিশ্বের মেয়ে’, ‘যখন রাত্তির নাইমা আসে সুবর্ণনগরে’, ‘ব্রহ্মাণ্ডের ইসকুল’ অন্যতম।

এসআর/এমকেএইচ