অর্থনীতি

সপ্তাহের শেষ দিনে বেড়েছে সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে সব ধরণের সূচকের পাশাপাশি বেড়েছে টাকার অংকে লেনদেনের পারিমাণ। বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরও।বৃহস্পতিবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮১৯ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান করছে।দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি। গত কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৪২৭ কোটি টাকা।ডিএসইতে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টির দার বেড়েছে, কমেছে ৯৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ১০৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৮৭ পয়েন্টে এবং সিএএসপিআই ৮৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৮ লাখ টাকার।এসআই/এসকেডি/পিআর

Advertisement