স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল।
Advertisement
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা থেকে বিমানযোগে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রশিদ খানের নেতৃত্বে আফগান ক্রিকেট দল।
এরপর বাসযোগে তাদের নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে।
বিমান বন্দরে নেমে রশিদ খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রথম অধিনায়ক হিসেবে সাদা বলের চেয়ে লাল বলে খেলা ও প্রথম জয়ে উন্মুখ হয়ে আছে আফগান দল। দুবাইতে তারা ক্যাম্প করেছে, তাই বাংলাদেশেও সেইম কন্ডিশন মনে হয়েছে। নিজেদের প্রস্তুতি ভালো এবং বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছেন বলেও দাবি করেন তিনি।
Advertisement
চট্টগ্রামে একদিনের বিশ্রাম ও হালকা অনুশীলন শেষে ১-২ সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে আফগানরা। এরপর ৫-৯ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে রশিদ খানের আফগান দল।
আবু আজাদ/জেএইচ/এমকেএইচ