খেলাধুলা

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই মোস্তাফিজ, ফিরলেন তাসকিন

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সেই অর্থে কোনো চমক বা নতুন মুখ নেই। সেটা যে থাকবে না, জাগো নিউজের পাঠকরা ২৯ আগস্টের প্রতিবেদনেই জেনেছেন। তবে নতুন কেউ সুযোগ না পেলেও টেস্ট দলে পরিবর্তন এসেছে কিছুটা।

Advertisement

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ খেলেছে সর্বশেষ টেস্ট সিরিজ। যে সিরিজে তিন টেস্টের মধ্যে শেষটি ক্রাইস্টচার্চ হামলার পর নিরাপত্তা শঙ্কায় বাতিল হয়। ওই সিরিজে সাকিব আল হাসান ছিলেন না। তার বদলে নেতৃত্ব দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে নেতৃত্বে ফিরছেন সাকিব। সেইসঙ্গে দলে জায়গা ফিরে পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত আর তাসকিন আহমেদ। বাদ পড়েছেন তিনজন। তারা হলেন- তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ।

এর মধ্যে তামিম ইকবাল স্বেচ্ছায়ই ছুটিতে গেছেন। মোস্তাফিজুর রহমান আর খালেদ আহমেদ বাদ পড়েছেন চোটের কারণে। মোসাদ্দেক আর তাসকিন ফিরেছেন ফর্মের জানান দিয়ে।

Advertisement

এদিকে তামিম না থাকায় ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী কে হবেন? সেটি নিয়েই এতদিন পর্যন্ত আলোচনা-গুঞ্জন চলছিল। কখনও শোনা যাচ্ছিল তরুণ সাইফ হাসানের নাম, কখনও বা অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি কিংবা ইমরুল কায়েস।

তাদের কেউই আফগানিস্তানের বিপক্ষে ঘোষণা করা দলে জায়গা পাননি। ওপেনার হিসেবে সাদমানের সঙ্গী হওয়ার দৌড়ে থাকছেন কেবল সৌম্য সরকারই। লিটন কুমার দাসও ওপেনিং করতে পারেন। তবে যদি বিশেষজ্ঞ উইকেটরক্ষক হিসেবে খেলেন, সেই সম্ভাবনা নেই বললেই চলে।

অর্থাৎ ১৫ সদস্যের বাংলাদেশ দলে স্পেশালিস্ট ব্যাটসম্যান ৮ জন, স্পিনার ৪ জন এবং পেসার ৩ জন।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

Advertisement

এআরবি/এমএমআর/পিআর