জাতীয়

সড়ক পশুর হাট বসতে দেবে না পুলিশ

রাজধানীতে পশুর হাটের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। এর বাইরে সড়কে কোন হাট বসতে দেয়া হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এমন নির্দেশ থাকলেও প্রতিবারই তা অমান্য করে সড়কে পশুর হাট বসে। এসব হাট বসা বন্ধ করা আসলেই সম্ভব কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘শতভাগ গ্যারান্টি দিতে পারবো না। তবে নিয়ন্ত্রণের চেষ্টা করবো।’বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।তিনি বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বসবাস। গরুর চাহিদা অনেক বেশি। বাস্তবতার কারণে অনেকসময় সম্পূর্ণভাবে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। তবে বছরের পর বছর এভাবে চলতে পারে না। আমরা গ্যারান্টি দিচ্ছি না, জানি না কতটুকু সফল হব, তবে সর্বোচ্চ চেষ্টা করবো।এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির এই কর্তা বলেন, ঢাকা মহানগরে ২৩টি হাটের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১০টি দক্ষিণ ও ৭টি উত্তর সিটি কর্পোরেশনে। বাকি ৬টি ঢাকা জেলার বিভিন্ন স্থানে। এই স্থানগুলোর বাইরে কোনভাবেই পশু বসতে দেয়া হবে না।হাটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিম (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যাবের সঙ্গে সমন্বয় করা হবে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার থেকে তারা কাজ শুরু করবে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরাসহ পুলিশের কন্ট্রোল রুম থাকবে। হাটের আশপাশের ব্যাংকগুলোকে নিরাপত্তা দেয়ার কথা জানান কমিশনার।এআর/এআরএস/এমএস

Advertisement