খেলাধুলা

রোলবল বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

এ বছর নভেম্বরে ভারতের দিল্লিতে বসবে রোলবল বিশ্বকাপের পঞ্চম আসর। এই বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল পাঠাবে। বিশ্বকাপে অংশ নেয়ার জন্য বাংলাদেশ প্রস্তুতিও শুরু করেছে।

Advertisement

বৃহস্পতিবার পল্টন ময়দানের শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

গত ২৩ আগস্ট ৮০ জন খেলোয়াড় (পুরুষ ও মহিলা) নিয়ে বাংলাদেশ জাতীয় রোলবল দলের প্রাথমিক ক্যাম্প শুরু হয়েছে। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ৬০ জনকে নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম শুরু হলো।

আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের বাছাই শেষে ৪০ জনকে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের জন্য রাখা হবে। ৫ম রোল বল ওয়ার্ল্ডকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে বলবে জানিয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা।

Advertisement

আবাসিক ক্যাম্প উদ্বোধন করে সালমান এফ রহমান বলেন, ‘রোলার স্কেটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এর আগে বাংলাদেশে হয়েছে। আমরা সাফল্যভাবে আয়োজন করেছি। ৬৮ দেশ এসেছিল। তাতেই প্রমাণ হয় কতদূর এগিয়েছে দেশের রোলার স্কেটিং।’

ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ দেশের ক্রীড়াকে বিকশিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে। সব খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। তারই একটি অংশ রোলার স্কেটিং।’

আরআই/এসএএস/এমএস

Advertisement