গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আর কোনো স্বাধীনতাবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করতে পারবে না। কারণ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখন আমাদের ছোট ছোট শিশুরাও জানে।
Advertisement
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে নিষ্ঠুরভাবে খুন করে একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালনা করার অপপ্রয়াস চালিয়ে ছিল। ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর ধরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এরশাদ মুক্তিযুদ্ধের ইতিহাস তথা স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা বিকৃত করার নানা অপচেষ্টা চালিয়েছে।
তিনি আরও বলেন, এ দেশে জাতীর জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার ও বঙ্গবন্ধুর নাম উচ্চারণে বাধা দিয়ে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল। তখন রাজাকারদের মন্ত্রী বানানো হয়, যুদ্ধাপরাধী, ধর্ষণকারী ও খুনিদের মুক্ত করে দেয়া হয়।
Advertisement
গণপূর্ত মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে সুশিক্ষিত করার লক্ষে দেশের ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছেন। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সরকারিভাবে দুপুরের খাবার দেয়ার প্রক্রিয়া চলছে।
পিরোজপুর শের-ই- বাংলা পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় জেলা প্রশাসক ও লাইব্রেরির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীব।
আরএআর/পিআর
Advertisement