সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূর করে সবাইকে সমপরিমাণ বার্ষিক প্রবৃদ্ধি, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, মেডিকেল ভাতা প্রদানের জন্য শিক্ষানীতি ২০১০ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শিক্ষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তারা এ দাবি জানান।বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর বলেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর গ্রহণের পর এক বছরের মধ্যে অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান, জনবল কাঠামো বাস্তবায়ন ও অনুমোদিত শাখার নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, অনেক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এমপিওভুক্ত হয়নি। এতে করে তাদের বেতন স্কেল বাড়ছে না এবং তাদের চাকরি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য অবিলম্বে পৃথক একটি `শিক্ষা সার্ভিস কমিশন` ও সতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর প্রতিষ্ঠা করতে হবে।সমাবেশে শিক্ষকরা বলেন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বিরাজমান বৈষম্য দূর করে সমতা রক্ষা করতে হবে।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠিক সম্পাদক সিদ্দিকুর রহমান শামীম, প্রচার সম্পাদক মণি হালদার, সহ-দপ্তর সম্পাদক ইকবাল প্রমুখ।আএসএস/আরএস/এমএস
Advertisement