সাহিত্য

সজনী পার্কে

বরেন্দ্রভূমির মধুর সমতলে বঙ্গেশ্বরী রাজসিক নাটোরে ঝিরঝির সুর তোলে,হাসি-কান্নার গান ভুলে ছোট্ট নারদ নদ দিবানিশি সর্পিলাকারে বয়ে চলে!

Advertisement

সেই নদের হৃদয়তলে,হাটসিংহারদহের আঁচলে;প্রাণের মুখরিত সবুজ প্রান্তর!তার মাঝে আম্রকুঞ্জেরকোলঘেঁষে সজনী পার্কে মজিয়াছে ভাবুকের অন্তর!

পার্কের শান্ত শ্যামল ঘন ছায়ায়ক্লান্ত পথিকেরা বিশ্রামে হারায়।শ্রান্ত কৃষক-শ্রমিক সতেজ হয়গামছায় মুখ মুছে গুনগুনায়!

কেউ বাজখাঁই গলা ছেড়েমনের খেয়ালে গান গায়।কেউ চায়ের ধূমায়িত কাপেকাব্য-কবিতার রসদে হারায়!

Advertisement

কবির খেয়ালী মন,নিত্য বাঁধা পড়ে আছে;সজনী পার্কের ঘাটে বাঁধাছোট্ট সেই ডিঙ্গী নৌকায়!সে আছে চির প্রতীক্ষায়শ্রাবণের টইটুম্বুর নারদের মসৃণ জলের আয়নায়যদি কখনো প্রাণ সজনীর একটু ছায়া মেলে হায়!

এসইউ/পিআর