ভালো ছাত্র। মনযোগ দিয়ে চেষ্টা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার। কিন্তু তার হয়নি। বান্ধবী-প্রেমিকা মম চান্স পেলেও স্বপ্ন পূরণ হয়নি অপূর্বর। আসছে কোরবানি ঈদের একটি টেলিছবিতে এইচএসসি পাশ করা এমনই এক গামের তরুণের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। টেলিছবির নাম ‘উৎসর্গ’। এটি রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।নির্মাতা বলেন, গল্পে অপূর্বকে দেখা যাবে তিনি গ্রামের সহজ-সরল ছেলে। যে সাইকেল চালায়, গ্রামের বাজারে আড্ডা মারে, কলেজে যায়; এবং ভালোবাসে। জাকিয়া বারী মমর সঙ্গে একসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা, অভিমান, প্রেমে পড়া। মিজানুর রহমান আরিয়ান আরো বলেন, ‘মমর প্রতি অপূর্বর প্রেমের তীব্রতা এতোই যে, রাতে একবার মমর সঙ্গে দেখা না করে সে ঘুমায় না। বাজারে কোনো নতুন খাবার আসলে, দৌড়ে গিয়ে মমর জন্য নিয়ে আসে। তারা পরস্পরের জন্য সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত। দুজনেই সবকিছুই একসাথে করে। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষে মম শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। কিন্তু অপূর্ব পায়নি! তারপর আসে সংকট। সেখানেই উৎসর্গের মূলকথা। আশা করছি টেলিছবিটি ভালো লঅগবে দর্শকদের।’টেলিছবিটি কোরবানির ঈদে এটি চ্যানেল নাইনে প্রচার হবে।এলএ/এমএস
Advertisement