আইন-আদালত

ইংলিশ মিডিয়াম স্কুলের ভ্যাটে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট স্থগিত করে বৃহস্পতিবার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট ছয় মাসের জন্য স্থগিত করে এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ড. শাহদীন মালিক। সঙ্গে ছিলেন আইনজীবী এম মনজুর আলম। ড. শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, আদালত শুনানি নিয়ে ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করেছেন। একইসঙ্গে রুলও জারি করেছেন। রুলে কর আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না-সংশ্লিষ্টদের প্রতি জানতে চাওয়া হয়েছে। ড. শাহদীন মালিক জানান, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর ২০১২ সালে ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করা হয়। এ বছর তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবিম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা বুধবার রিট পিটিশনটি দায়ের করেন। রিটে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে রেসপনডেন্ট করা হয়। এফএইচ/এসএইচএস/পিআর

Advertisement