ক্যাম্পাস

বিইউপিতে করপোরেট জগৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিজয় অডিটোরিয়ামে 'জার্নি টু করপোরেট : ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিপার্টমেন্ট অব মার্কেটিং-এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Advertisement

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন গ্রেডিয়ার জেনারেল মুহাম্মাদ ওয়াসিম-উল-হকের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের পরিচালক সৈয়দ আলমগীর।

সেমিনারে তাত্ত্বিক জ্ঞানের ওপর ভিত্তি করে ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করার কৌশলের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নতুন কর্মক্ষেত্রে প্রতিকূলতা মোকাবিলার উপায়, ফ্রেশারদের জন্য করপোরেট জগতের বিষয়ে দিক-নির্দেশনাসহ পরামর্শ এবং কৌশল সম্পর্কে আলোকপাত করা হয়।

এছাড়া অনুষ্ঠানে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Advertisement

এনএফ/জেআইএম