প্রবাস

ফোবানায় যোগ দিচ্ছে এনআরবি-সিআইপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলনে যোগ দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন। ফোবানার আমন্ত্রণে অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমান নাসিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে।

Advertisement

দলের অন্য সদস্যরা হলেন- জাপান প্রবাসী থাতেইয়ামা কবির ও কাজী সারোয়ার হাবিব, ওমান প্রবাসী মো. ইয়াছিন চৌধুরী, প্রকৌশলী আশরাফ উর রহমান ও আবুল কালাম আজাদ, হংকং প্রবাসী এম, আর, খান শাহীন, সুইডেনপ্রবাসী কাজী শাহ আলম জুন, কাতার প্রবাসী আব্দুল আজিজ খান, সিঙ্গাপুরপ্রবাসী ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

আগামী ৩০ আগস্ট নিউইর্য়কের লং আইল্যান্ডে অ্যারিনা নাসাউ কলিসিয়ামে শুরু হচ্ছে উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা)-এর তিন দিনব্যাপী এই সম্মেলন। বাংলাদেশসহ বিভিন্ন চেম্বার ও বড় প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি, উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, নীতি নির্ধারক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী, সরকারি কর্মকর্তা ও শিল্পী যোগ দিচ্ছেন।

উপস্থিত থাকবেন উত্তর আমেরিকার ১০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি। এ বিষয়ে বৃহস্পতিবার এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী বলেন, ‘আমাদের সন্তান আমাদের গর্ব’ স্লোগান নিয়ে সম্মেলনের কর্মসূচিতে রয়েছে ৮টি বিষয় ভিত্তিক সেমিনার, কাব্য জলসা ও সাহিত্য আড্ডা। দ্বিতীয় দিনে বিজনেস নেটওর্য়াকিং অধিবেশনে সারাবিশ্বের ৩ শতাধিক ব্যবসায়ীর সাথে মিলিত হবেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

Advertisement

আরএম/এমআরএম/এমকেএইচ