বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিইউপির ২৮তম একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩৪তম সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রি প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। বিইউপি বলছে, গবেষণার ধারাবাহিকতায় মেজর জেনারেল শেখ মামুন খালেদ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর প্রথম গবেষক হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শেখ মামুন খালেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. হরিপদ ভট্টাচার্য্যরে তত্ত্বাবধানে গবেষণাকর্ম সম্পন্ন করেন। তাঁর বহিস্থ পরীক্ষক ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হুমায়ুন কবীর চৌধুরী এবং প্রফেসর ড. শামিম আহমেদ, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল ইকোনোমিক্স এন্ড বিজনেস ম্যানেজমেন্ট, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ভারত।উল্লেখ্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর বিইউপি ২০১১ সাল থেকে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করে। বর্তমানে এমফিল প্রোগ্রামে ১৪১ জন ও পিএইচডি প্রোগ্রামে ৮০ জনসহ মোট ২২১ জন গবেষক গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।এসএ/এআরএস/এমএস
Advertisement