চিলির উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। বুধবার উপকূলে ভূমিকম্পটি আঘাত হানার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরে চিলিসহ মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়া প্রদেশসহ প্রতিবেশি দেশ ফ্রেঞ্চ পলিনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামির ঢেউ চিলির উপকূলীয় এলাকাগুলোতে আঘাত হানতে শুরু করেছে। বুধবার রিখটার স্কেলে ৮ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সান্তিয়াগোর ২৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সাগরে। ভূমিকম্পে সান্তিয়াগোর বিভিন্ন এলাকার ভবনগুলো কেঁপে উঠেছে। এছাড়া উপকূলীয় বিভিন্ন এলাকায় বন্যার পানি দেখা গেছে। এ সময় লোকজন ভয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।এদিকে, এ ঘটনার পর উপকূলীয় এলাকার বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ২০১০ সালের পর দেশটিতে এটিই শক্তিশালী ভূকম্পন। ভূকম্পনের আঘাত হানার পর দেশটির প্রেসিডেন্ট মিশেল বাচেলেট টেলিভিশনে একটি বক্তৃতা দিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ৫৪ মিনিটে চিলির ইল্যাপেল শহর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে ৮ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।ইল্যাপেল শহরে ভূমিকম্পে দেয়াল ধসে একজন নারী নিহত হয়েছেন। এ ছাড়া সান্তিয়াগোতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একজন মারা গেছেন। এছাড়া দেশটির কয়েকটি শহরের বেশ কিছু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিলির সঙ্গে সঙ্গে পেরু, যুক্তরাষ্ট্রের হাওয়াই, ক্যালিফোর্নিয়ার বেশ কিছু এলাকা ও নিউজিল্যান্ডেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।উল্লেখ্য, ২০১০ সালের ফেব্রুয়ারিতে চিলিতে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ঘটনায় অন্তত পাঁচ শতাধিক লোকের প্রাণহানি ঘটে।এসআইএস/এমএস
Advertisement