জাতীয়

জার্মানির পথে ঢাকা উত্তরের মেয়র

ইন্টারন্যাশনাল মেয়রস কনফারেন্সে যোগ দেয়ার জন্য জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন তিনি।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, আগামীকাল (৩০ আগস্ট) থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী জার্মানির ডুসেল্ডর্ফ শহরে কনফারেন্সটি হবে।

বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়র এ কনফারেন্সে অংশগ্রহণ করবেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তারাও কনফারেন্সে থাকবেন।

Advertisement

কনফারেন্সে মোট পাঁচটি সেশনে পাঁচটি বিষয়ে আলোচনা হবে। বিষয়গুলো হলো- যোগাযোগমূলক স্বাস্থ্যসম্মত, অভিঘাত সহনশীল, সংযোগ স্থাপন ও অন্তর্ভুক্তিমূলক শহর।

শহরকে কীভাবে আরও স্বাস্থ্যসম্মত করা যায়, বিশেষ করে নারী, শিশু, বয়ষ্ক মানুষদের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন ও সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরন কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী বিনির্মাণ ইত্যাদি বিষয়ে কথা বলবেন  ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

এ ছাড়া ডুসেল্ডর্ফ শহরকে ঢাকা শহরের ‘পার্টনার সিটি’ হিসেবে প্রতিষ্ঠার ব্যাপারে শহরটির মেয়র আগ্রহ প্রকাশ করেছেন বলে ডিএনসিসি সূত্র বলছে।

ইন্টারন্যাশনাল মেয়রস কনফারেন্স শেষে সরাসরি দেশে ফিরে আসবেন ডিএনসিসি মেয়র।

Advertisement

এএস/জেডএ/জেআইএম