ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মনীষা আক্তার নামে (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিনগত রাত সেয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Advertisement
এর আগে গত ২৬ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মনীষা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মকবুল হোসেনের মেয়ে।
বৃহস্পতিবার সকালে রমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম শাহেদুজ্জামান রিবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত মনীষার বাবা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। বাবা-মায়ের সঙ্গে থাকত মনীষা। সেখানেই ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল এনে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত ২৬ আগস্ট দিনাজপুর থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় মনীষাকে। সেখানে চিকিৎসাধীন থেকে বুধবার রাত সোয়া ৩টার দিকে মারা যায় মনীষা।
Advertisement
উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গাইবান্ধার পলাশবাড়ির রিয়ানা (৩) নামে এক শিশু ও ১১ আগস্ট মনিরুল ইসলাম (৩২) নামে লালমনিরহাটের এক কাপড় ব্যবসায়ী এবং ২৭ আগস্ট দিনাজপুরের বিরল উপজেলার মাহাতাব উদ্দিন (২৪) নামে এক যুবকের মুত্যু হয়। তারা সকলেই ঢাকা থেকে এসে রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জিতু কবীর/এফএ/জেআইএম