প্রবাস

ওমরাহ পালনে গিয়ে নিখোঁজ বাংলাদেশি আমেরিকান

ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন সাইফুল আজম আরিফ নামে এক বাংলাদেশি আমেরিকান। গত ১৩ আগস্ট থেকে তার কোনো খোঁজ মিলছে না।

Advertisement

জানা গেছে, আরিফ ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ির ২ নম্বর সড়কের ‘এফ’ ব্লকের ৭৮ নম্বর বাড়ির ৬/এ ফ্ল্যাটের বাসিন্দা।

আরিফের নিখোঁজ হওয়ার বিষয়ে তার সৌদি প্রবাসী ভাই শাহরিয়ার মোশাররফ জানান, বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া করতে ৫ আগস্ট সৌদি আরব যান আরিফ। গত ১৩ আগস্ট থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি জানান, আরিফের নিখোঁজের বিষয়টি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ও রিয়াদস্থ আমেরিকান দূতাবাসে জানানো হয়েছে। আমেরিকান পাসপোর্টধারী হওয়ায় বিষয়টি ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। অন্যদিকে মার্কিন দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতার জন্য সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিয়েছে।

Advertisement

যুক্তরাজ্যে বসবাসরত আরিফের স্ত্রী, সন্তান ও বাংলাদেশে বসবাসরত তার ভাই-বোনেরা দ্রুত আরিফের সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাইফুল আজম আরিফ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে বিএসসি পাস করে ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এমআরএম/জেআইএম

Advertisement