খেলাধুলা

সব ফরমেটেই খেলার জন্য প্রস্তুত আছি : ফরহাদ রেজা

অনেকটা দিন জাতীয় দলের বাইরে। সর্বশেষ খেলেছেন সেই ২০১৪ সালে। তারপরও হাল ছাড়ছেন না ফরহাদ রেজা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তিন জাতি টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ৩৫ জনের ক্যাম্পে আছেন তিনি। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানালেন, সুযোগ পেলে যে কোনো ফরমেটেই খেলতে প্রস্তুত।

Advertisement

সামনে তো আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আছে। টেস্টে যদি নতুন বলে বল করার সুযোগ আসে? চ্যালেঞ্জটা কিভাবে নেবেন? ফরহাদ রেজার উত্তর, ‘নতুন বল নিয়ে আমার সঙ্গে এখনও কাজ হয়নি। তবে আমি সব সময়ই তৈরি।’

ফরহাদ জানালেন, ব্যক্তিগতভাবে সীমিত ওভারের ক্রিকেটই তার পছন্দ। তবে সুযোগ পেলে যে কোনো ফরমেটেই খেলতে রাজি আছেন। তার ভাষায়, ‘টি-টোয়েন্টি আর ওয়ানডে আমার পছন্দের খেলা। যেটাই হয় ক্রিকেট তো খেলতেই হবে।’

ঘরোয়া ক্রিকেটে বরাবরই সেরা পারফরমার। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে নিজেকে মেলে ধরতে পারেননি। ফরহাদ রেজা আবারও শোনালেন তার আক্ষেপের কথাই। বললেন, তখন হয়নি এখনও হবে কি না, সেটা বুঝতে হলেও তো সুযোগটা আগে পেতে হবে।

Advertisement

৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, ‘আমি অনেকদিন ধরে বাইরে আছি। আমাকে তো আগে খেলতে হবে। যেহেতু আমি অনেক দিন পিছিয়ে আছি। কিন্তু আমি ক্রিকেটই খেলেছি। এই জায়গায় তো ক্রিকেটই খেলবো। আমি যদি খেলতে পারি, আমাকে তো প্রমাণ করার জায়গা দিতে হবে। জায়গা পাওয়াটা আমার হাত না। আমার কাজ পারফর্ম করা, ভালো খেলার চেষ্টা করা। তাও যদি না হয় সেটা তো আমার হাতে না।’

টাইগারদের এই ক্যাম্পটা দেখভাল করছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। নতুন কোচকে কেমন দেখলেন? রেজার জবাব, ‘তিনি কেবলই শুরু করছেন। আমি স্টিভ রোডসকে একটি সিরিজে পেয়েছি। আয়ারল্যান্ড সিরিজে। এরপর তিনি ছিলেন না। তাকেও (ডোমিঙ্গো) দুই তিন দিন পেয়েছি। যেহেতু ৩৫ জনের ক্যাম্প, তারও সময় লাগে সবাইকে টাইম দিতে। যতটুকু সময় দিচ্ছে ভালোই। আমার জন্য ভালো।’

অধিনায়ক সাকিব আল হাসান বরাবরই খুব সিরিয়াস দল নিয়ে। তার কাছ থেকে কি ধরনের বার্তা পেয়েছেন? ফরহাদ রেজা বলেন, ‘ক্যাপ্টেন জানে, ওর সাথে এই নিয়ে কোনো কথা হয়নি, তবে সে সব জানে। এটা সে সবসময়ই বলে পারফর্ম করবেন থাকবেন, পারফর্ম করবেন না চলে যাবেন।’

এমএমআর/এমএস

Advertisement