হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্যাংয়ের কৌটার ভেতর থেকে দেড় কেজি সোনাসহ আব্দুল মান্নান নামে একজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।বুধবার রাতে বিমানবন্দরের দুই নম্বর ক্যানপি থেকে তাকে আটক করে এপিবিএনের সদস্যরা।এপিবিএনের এএসপি (মিডিয়া) তানজীনা আক্তার জানান, দুবাই থেকে ইকে ৫৮৪ নম্বর ফ্লাইটে এসে রাত ৭টা ৫৫মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামেন মান্নান। বিমানবন্দর থেকে যাওয়ার সময় দুই নম্বর ক্যানপি এলাকায় সন্দেহজনকভাবে তাকে তল্লাশি চালায় এপিবিএনের সদস্যরা। এ সময় তার সঙ্গে থাকা এক কেজি ট্যাংয়ের কৌটা থেকে দেড় কেজি সোনা জব্দ করা হয়।এছাড়াও ৯২ কার্টন আমদানি নিষিদ্ধ অবৈধ সিগারেট জব্দ করে এপিবিএনের সদস্যরা। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তানজীনা।জেইউ/এআরএস/এমএস
Advertisement