প্রিমিয়ার লিগের সর্বশেষ দুই ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ক্রোয়েশিয়াতে পা রেখেছিল আর্সেনাল। কিন্তু ফরোয়ার্ডদের ভুলে শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন করলো আর্সেন ভেঙ্গারের দল।জাগরেবের মাকসিমির স্টেডিয়ামে খেলা শুরুর ২৪ মিনিটের মাথায় স্বাগতিকদের গোল উপহার দেয় আর্সেনাল। আত্মঘাতী গোল করে বসেন ইংলিশ স্ট্রাইকার অ্যালেক্স অক্সলেড চ্যাম্বারলিন। গানারদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে ওঠে জিরুদের লাল কার্ড। ৪০ মিনিটের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়কে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ডের আওতায় পড়েন ২৮ বছর বয়সী এ ফ্রেঞ্চ স্ট্রাইকার।দশজনের দলে পরিণত হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় গানাররা। কিন্তু, ৫৮ মিনিটে জাগরেবের হয়ে লিড দ্বিগুন করেন চিলিয়ান স্ট্রাইকার জুনিয়র ফার্নান্দেজ। এতেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে ৭৯ মিনিটে অ্যালেক্স সানচেজের পাসে একটি গোল পরিশোধ করেন ইংলিশ স্ট্রাইকার থিও ওয়ালকট।নির্ধারিত সময়ের আগ পর্যন্ত ম্যাচে সমতা আনার জোর প্রচেষ্টা চালালেও স্বাগতিকদের ডিফেন্স দেয়াল আর ভাঙতে পারেনি আর্সেনাল। তাই ম্যাচ শেষে হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়েন সানচেজ-মেসুত ওজিলরা।এমআর
Advertisement