গাজায় দু'টি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলার ঘটনায় তিন ফিলিস্তিনি কর্মকর্তা নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলাকারীরা চেকপোস্টে হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Advertisement
সম্প্রতি হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজায় আইএসের সঙ্গে সম্পর্ক আছে এমন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। হামাসের এসব অভিযানের পরেই হামলার ঘটনা ঘটল।
নিরাপত্তা সূত্র বিবিসিকে জানিয়েছে, মঙ্গলবারের ওই আত্মঘাতী হামলার সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে এর আগে আটক করা হয়েছিল। ওই হামলাগুলোর পর জরুরি অবস্থা জারি করা হয়েছে।
প্রথম আত্মঘাতী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ফিলিস্তিনি। একটি পুলিশ চেকপোস্টের কাছে একটি মোটরসাইকেল থেকে বোমা বিস্ফোরিত হয়।
Advertisement
হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে আরেকটি চেকপোস্টে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও এক কর্মকর্তা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
টিটিএন/জেআইএম