মুলারের জোড়া গোলে অলিম্পিয়াকোসকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শুরু করেছে বায়ার্ন মিউনিখ। অন্য গোলটি করেন মারিও গোটসে।বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন প্রত্যাশিত জয়টি মোটেই সহজ হয়নি। বুধবার রাতে নিজেদের মাঠে প্রথম সুযোগটি তৈরি করে গ্রিসের দল অলিম্পিয়াকোসই। কলম্বিয়ান মিডফিল্ডার ফেলিপে পারদোর ক্রস একজনের গায়ে লেগে চলে আসে ব্রাউন আইদেয়ির কাছে। নাইজেরিয়ার এই স্ট্রাইকার সরাসরি গোলরক্ষক মানুয়েল নয়ারের দিকে হেড করে সুবর্ণ সুযোগ নষ্ট করেন।বায়ার্ন প্রথম সত্যিকারের সুযোগ তৈরি করে ২৬তম মিনিটে। ফ্রি কিক থেকে বল পেয়ে জাবি আলোনসো বাড়ান রবের্ত লেভানদোভস্কিকে। তার হেড বিপদমুক্ত করে দলকে বাঁচান ডিফেন্ডার দিমিত্রিস সিওভাস। এরপর আক্রমণের ডালা সাজিয়ে বসলেও কোনো গোলের দেখা পায়নি বায়ার্ন। স্বাগতিক অলিম্পিয়াকোসের বিপক্ষে তাই কোনো গোল না নিয়েই বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আর হতাশ হতে হয়নি মিউনিখকে। মুলার গোল করে এগিয়ে দেন জার্মানির সফলতম দলটিকে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে এটি মুলারের সপ্তম গোল। চার মিনিট পরই সমতায় ফেরার সুযোগ পায় অলিম্পিয়াকোস। তাদের পরিকল্পিত আক্রমণটি ব্যর্থ করে দেন জার্মানির গোলরক্ষক নয়ার।
Advertisement
ম্যাচের শেষ দিকে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে অলিম্পিয়াকোস। কিন্তু গোল পায়নি তারা। উল্টো ৮৯তম মিনিটে ব্যবধান বাড়ান বদলি খেলোয়াড় গোটসে। আরেক বদলি খেলোয়াড় কিংসে কোমানের ক্রস থেকে বল জালে পাঠান তিনি। ম্যাচের যোগ করা সময়ে ডি বক্সে মাসুয়াকো কোমানকে ফাউল করলে পেনাল্টি পায় মিউনিখ। সেই পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন মুলার।এমআর