ফিফা ব্যালন ডি`অর পুরস্কারটা এক প্রকার নিজেদের করে নিয়েছে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। গত ছয় বছর ধরে বর্ষসেরা ফুটবলারের এই পুরষ্কার নিজেরদের মধ্যে ভাগ করে নিচ্ছেন এই দুই তারকা। এবারও কি তাদের মধ্যে কেউ পাচ্ছেন ফিফা ব্যালন ডি’অর পুরস্কার?এখনো শুরু হয়নি ভোটাভুটি। তবে ব্যালন ডিঅর রজনীর দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছে ফিফা। এ বছরের বিশ্বসেরা ফুটবলারের নাম ঘোষণা করা হবে ২০১৬ সালের ১১ জানুয়ারি।বরাবরের মতোই ফিফা ব্যালন ডিঅর অনুষ্ঠানটি হবে সুইজারল্যান্ডের জুরিখে। বর্ষসেরা ফুটবলার নির্বাচনে ভোটাভুটি হবে দুই পর্বে। প্রাথমিক মনোনয়নের পর ডিসেম্বরের শুরুতে ঘোষণা করা হবে তিনজনের সংক্ষিপ্ত তালিকা।এরপর ১১ জানুয়ারি আরেক দফা তাৎক্ষণিক ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। ফিফার সব সদস্য দেশের জাতীয় দলের অধিনায়ক ও কোচদের পাশাপাশি একজন করে সাংবাদিক ভোট দিতে পারবেন। ১১ জানুয়ারির গালা নাইটে পুরুষ ও প্রমীলা বিভাগের সেরা খেলোয়াড় এবং কোচের পাশাপাশি বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে।এমআর
Advertisement