দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন। ব্রাজিলে এই বনের আগুন এমনই ভয়াবহ রূপ ধারণ করেছে যে, আশেপাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এর ধোঁয়া।
Advertisement
রিও ব্রাঙ্কোতে একটি স্টেডিয়ামে আমাজনের এই দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়লে একটি ফুটবল ম্যাচ বন্ধ করে দিতে হয়। খেলোয়াড়রা শ্বাস ফেলতে পারছিলেন না। তাড়াহুড়ো করে তাদের মাঠ ছাড়তে হয়।
ঘটনা ব্রাজিলের তৃতীয় বিভাগের এক ম্যাচের, যেখানে খেলছিল অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো এবং লুভেরডেন্স নামের দুটি দল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই এমন ঘটনা ঘটে। ফলে প্রায় সাত মিনিট ম্যাচটি বন্ধ থাকে।
দাবানলের এই ধোঁয়া স্টেডিয়ামের উপর হঠাৎ কিভাবে এসে পড়লো সেটি অবশ্য কিছুটা বিস্ময়ের ব্যাপার। স্টেডিয়াম থেকে আমাজন বন বেশ দূরে। ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসের সময়ও এমন কিছু দেখা যায়নি।
Advertisement
তবে এই ম্যাচকে যেন ঘিরেই ধরেছিল নানা ঝামেলা। অ্যাম্বুলেন্সের অভাবে এমনিতেই ম্যাচটি ১৫ মিনিট দেরিতে শুরু হয়। পরে ধোঁয়ার কারণে বন্ধ রাখতে হয় সাত মিনিট। এই ম্যাচে অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো জিতেছে ৩-২ গোলে।
এমএমআর/এমকেএইচ