ইংলিশ লিগের শিরোপা ধরে রাখার অভিযান বাজে ভাবে শুরু করলেও চ্যাম্পিয়ন্স লিগে স্বরুপে ফিরেছে চেলসি। ইসরাইলের ক্লাব মাকাবি তেল আভিভকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হোসে মরিনহোর শিষ্যরা।প্রিমিয়ার লিগের ব্যর্থতার সেই গণ্ডি ভাঙার লক্ষ্যে বুধবার রাতে শুরুতেই এগিয়ে যেতে পারতো চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর ৬ মিনিটেই পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু, স্পট কিক থেকে অবিশ্বাস্যভাবে গোলবারের উপর দিয়ে বল পাঠান হ্যাজার্ড।তবে ১৫ মিনিটের মাথায় উইলিয়ানের গোলে লিড নেয় চেলসি। প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে অস্কারের গোলে লিড দ্বিগুন করে স্বাগতিকরা। ৫৮ মিনিটে দুই স্প্যানিশ তারকার নৈপুণ্যে ব্যবধান বাড়িয়ে ৩-০ তে নেয় ব্লুজরা। মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসের ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান উইলিয়ানের পরিবর্তে মাঠে নামা কস্তা। নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে চেলসির হয়ে চার নম্বর গোলটি করেন ফাব্রেগাস।এমআর
Advertisement