কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নে নির্মাণ শেষের তিন মাস অতিক্রান্ত হওয়ার আগেই একটি সেতু ভেঙে পড়েছে। বর্তমানে বাঁশের সাঁকো দিয়ে এলাকাবাসী তাদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন।
Advertisement
মঙ্গলবার দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই সেতুতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মেলে।
ঘটনাস্থল পরিদর্শন ও এলাকাবাসীর সাথে কথা বলে প্রাথমিকভাবে দুদক টিম প্রমাণ পায়, ওই সেতু নির্মাণে অত্যন্ত নিম্নমানের কাজ এবং ব্যাপক অনিয়ম হয়েছে। টিম এ অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।
একই টিম ফুলবাড়ী উপজেলার খাস মালিকানাধীন পুকুর খননের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করে। টিম জানতে পারে, ফুলবাড়ী উপজেলার সরকারি খাস পুকুর ও ১৪টি ব্যক্তি মালিকানাসহ মোট ২৪টি পুনঃখনন স্কিম বাস্তবায়নের জন্য গঠিত (এলসিএস) সুফলভোগীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।
Advertisement
তবে অধিকাংশ পুকুর খননের কাজ শেষ না হতেই বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ পায় দুদক টিম। এরপর সব পুকুর খনন সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করা হয়। তথ্যাবলি বিশ্লেষণপূর্বক পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশনের প্রতিবেদন উপস্থাপন করা হবে।
এদিকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় সরকারি বনের গাছ কেটে ফেলে লবণ চাষের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। অভিযোগ আসে, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য উপকূলীয় বালুরচর এলাকার লবণের মাঠের পার্শ্ববর্তী এলাকার প্রায় ১০০টি সরকারি বনের প্যারাগন গাছ কেটে ফেলে সেই জমি দখলপূর্বক লবণ চাষের জন্য ব্যবহার করছেন।
এ অভিযোগের প্রেক্ষিতে জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে সোমবার (২৬ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। অভিযান পরিচালনাকারী টিম এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বনবিভাগ, স্থানীয় প্রশাসন এবং পুলিশ বিভাগকে অনুরোধ করেছে।
এছাড়া হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাত, পাসপোর্ট প্রদানে অনিয়ম ও গ্রাহক হয়রানি এবং ফেরিঘাটের ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে অবৈধভাবে আত্মসাতের অভিযোগে, যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয় বরিশাল, সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ ও সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে আজ তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
Advertisement
এমইউ/এমএসএইচ/জেআইএম