দুঃসময়ে আওয়ামী লীগের বিরোধিতাকারীরাও নৌকায় উঠতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
Advertisement
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন প্রধান অতিথি।
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ পর পর তিনবার ক্ষমতায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে অতীতে দুঃসময়ে, তারাও আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেয়ার প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে, দুঃসময়ে কারা দলের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল। তাদেরই নেতৃত্বে রাখতে হবে। তাদেরকে নিয়েই পথ চলতে হবে।’
তিনি বলেন, ‘যখন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বঙ্গবন্ধু হত্যার ৪২ বছর পর্যন্ত আমরা অতিক্রম করতে পারিনি। আমরা ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুর রেকর্ড বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অতিক্রম করতে পেরেছি।’
Advertisement
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। জিয়াউর রহমানসহ যারা নেপথ্যের কুশীলব ছিল তাদের বিচার হয়নি। তাই আজকে সময়ের দাবি হচ্ছে, জাতির দাবি হচ্ছে- ৫০ বছর পরের, ১০০ বছর, ২০০ বছর পরের প্রজন্ম যাতে সত্য জানে সেজন্য বঙ্গবন্ধুর হত্যার যারা কুশীলব ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিল তারা কারা? তাদের মুখোশ উন্মোচন করা, তাদের বিচার করা হচ্ছে সময়ের দাবি।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘জনগণের দাবি হচ্ছে একটি কমিশন গঠন করে যারা কুশীলব ছিল মুখোশ উন্মোচন করা, জিয়াউর রহমানসহ যারা ছিল তাদের বিচার করা।’
আরএমএম/এনএফ/জেআইএম
Advertisement