খেলাধুলা

নেপালের কাছে হেরে কঠিন সমীকরণে বাংলাদেশের কিশোররা

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচে হেরে গেছে বাংলাদেশের কিশোররা। আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গে কল্যাণীতে বাংলাদেশ ৪-১ গোলের বড় ব্যবধানে হেরেছে নেপালের কাছে। বাংলাদেশ প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে ছিল।

Advertisement

প্রথম দুই ম্যাচে ভুটান ও শ্রীলংকাকে হারানো বাংলাদেশের এই ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হতো। কিন্তু জয় তো দূরের কথা, বাংলাদেশের কিশোররা ড্রও করতে পারেনি।

জয়ের জন্য খেলতে নেমে উল্টো বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে। বাংলাদেশ ৭৯ মিনিটে ব্যবধান ২-১ করলেও পরে আরো দুই গোল হজম করে।

এই হারে বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার কঠিন হয়ে গেলো। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। নেপাল খেলবে ভুটানের বিরুদ্ধে।

Advertisement

এ ম্যাচে বাংলাদেশের একমাত্র গোলটি করেছেন বদলি খেলোয়াড় বাদশা মিয়া। ডান দিক দিয়ে বাড়ানো বল এক ডিফেন্ডার ঠিক মতো ক্লিয়ার করতে না পারলে বল যায় বাদশার সামনে। বাদশা সময় নষ্ট না করে ডান পায়ের শটে গোল করেন।

নেপালের কৃষ্ণা জোড়া গোল করেছেন। সুগাম ও লাসমাল করেছেন বাকি দুই গোল।

আরআই/এমএমআর/এমকেএইচ

Advertisement