দেশজুড়ে

ডেঙ্গুতে পিরোজপুরের আরও এক নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পিরোজপুরের আরও এক নারীর মৃত্যু হয়েছে। মাহামুদা বেগম (৩৫) নামের ওই নারী মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Advertisement

চার সন্তানের জননী মাহামুদা বেগম জেলার নাজিরপুর উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী।

নিহতের মামা আবু সালেক জানান, মাহামুদা গত শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাত ডালিম মাহামুদা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

Advertisement

তবে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম জানান, পিরোজপুরে মোট ৫৬ জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালেই রয়েছেন ৩০ জন রোগী। এখন পর্যন্ত জেলার কোনো হাসাপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে পিরোজপুরের কোনো রোগীর জেলার বাইরের কোনো হাসপাতালে মৃত্যু হলে সে হিসেব আমাদের কাছে নেই।

এর আগে শুক্রবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মমতাজ বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠী গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী।

মাহামুদুর রহমান মাসুদ/এমবিআর/জেআইএম

Advertisement