দেশজুড়ে

মিয়ানমার থেকে এলো ৩ লাখ ৬০ হাজার ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে সাড়ে তিন লাখের বেশি ইয়াবা উদ্ধার ও একটি নৌকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

Advertisement

মঙ্গলবার ভোরে টেকনাফ পৌর এলাকার নাফ নদ লাগোয়া ওমর খালে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার মো. সোহেল রানা।

লে. কমান্ডার সোহেল রানা বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল টেকনাফের নাফ নদের ওমর খালের সংযোগ মোহনায় অবস্থান নেয়। এ সময় একটি নৌকা দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে যায়। পাচারকারীরা কোস্টগার্ড সদস্যদের দেখে নৌকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে পাচারকারীরা নৌকা পেলে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।

লে. কমান্ডার সোহেল আরও বলেন, পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবাসহ নৌকাটি জব্দ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

সায়ীদ আলমগীর/এএম/এমকেএইচ