ফিচার

রাশিফল : ১৭ সেপ্টেম্বর ২০১৫

মিথুন: উদ্যমী হলে ব্যবসায় সাফল্য। কর্কশ বাক্যে স্বজনবন্ধুও বিরূপ হতে পারে। উচ্চাভিলাষী স্ত্রীলোক থেকে বিপদের আশঙ্কা।মেষ: উদ্বেগ কাটিয়ে স্থির সিদ্ধান্তে কার্যোদ্ধারের যোগ। সৃষ্টিশীল কাজের স্বীকৃতি মিলতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।    বৃষ: সম্পত্তি ক্রয় স্থগিত রাখাই সমীচীন। নিজস্ব কৌশলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। কুচক্রীর হদিস পেয়ে দাম্পত্যের মেঘ কাটতে পারে।     কর্কট: সহকর্মীদের সহায়তায় কর্মক্ষেত্রে সমস্যার মোকাবিলা। চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয় করতে পারেন।     সিংহ: কুটুম্বিতা নিয়ে গোলমালে পারিবারিক শান্তি ব্যাহত। বিষয়সম্পত্তির আইনি সুরক্ষার ব্যবস্থা হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে বৈষয়িক উন্নতি।     কন্যা: বিতর্কবিবাদের পরিণাম গুরুতর হতে পারে। সম্পত্তি-মামলার ফল অনুকূলে যাওয়ার ইঙ্গিত। কর্ম পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা।     তুলা: বুদ্ধিভ্রংশ ও মানসিক অস্থিরতায় কাজকর্ম পণ্ড হওয়ার আশঙ্কা। কপট বন্ধুর উস্কানিতে পরিবারে অশান্তি। গুরুজনের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।    বৃশ্চিক: একাধিক উপায়ে আয় বৃদ্ধির সুযোগ নিতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। দাম্পত্যে মতৈক্য বজায় রাখা দরকার। উদরপীড়ায় দুর্ভোগ।    ধনু: কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি। সমাজসেবায় দানের সূত্রে সমাজে প্রতিপত্তি বৃদ্ধি। রক্তচাপের হেরফেরে কাজকর্মে বাধা।মীন: দীর্ঘ বঞ্চনার পরে পদোন্নতির সম্ভাবনা। কুটুম্বিতা নিয়ে স্বজনবর্গের সঙ্গে ভুল বোঝাবুঝি। সন্তানকে কেন্দ্র করে পরিবারে অশান্তি ও মানহানির আশঙ্কা।মকর: শত্রুর হাত থেকে মুক্তির উপায় হতে পারে। কর্তার হস্তক্ষেপে কর্মোন্নতির বাধা কেটে যেতে পারে। পুরনো কোনো ব্যথা থেকে ভোগান্তি।     কুম্ভ: স্বজনের শত্রুতায় সম্পদ লাভে বাধা। দুর্জনের অপচেষ্টা রুখে কর্মস্থলে সমস্যার মোকাবিলা। মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। এআরএস/এমএস

Advertisement