দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ৮.৩ মাত্রার ওই ভূমিকম্পে কেঁপে কেঁপে ওঠে রাজধানী শান্তিয়াগো। ভূমিকম্পে রাস্তাঘাট, ভবনসমূহ দুলতে থাকে। বুধবার সন্ধ্যার এ ঘটনায় দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর থেকে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে প্রশান্ত মহাসাগরের তীরবর্তী এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল শান্তিয়াগো থেকে ২২৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিমি গভীরে এটি আঘাত হানে।তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে রাজধানী শান্তিয়াগোতে। ভূমিকম্পের পর চিলি সরকার দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে। মার্কিন যুক্তরাষ্ট্রও হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে।দেখুন ভিডিওতে কীভাবে কাঁপছে ভবন ও রাস্তাঘাট...
Advertisement
বিএ