অর্থনীতি

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু

নেতৃত্বের গুণাবলী, আদর্শ, অতিথিপরায়ণতা, মহানুভবতা সব দিক দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অতুলনীয়। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর গুণাবলীর কথা বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কখনও শেষ হবেন না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায়াই থাকবেন।

Advertisement

সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এবারই প্রথম জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ডিএসই।

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ডিএসইর সদস্য ও জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ, শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমান, স্বতন্ত্র পরিচালক ওয়ালিউল ইসলাম, সিদ্দিকুর রহমান মিয়া, অধ্যাপক ড. কায়কোবাদ প্রমুখ।

আবুল হাশেম বলেন, ‘১৯৭৫ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, তাই বঙ্গবন্ধুকে রিসিভ করার জন্য ভোর থেকেই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি শেষ করার পর জানতে পারলাম বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমার মতো অনেকের আর সৌভাগ্য হয়নি বঙ্গবন্ধুকে রিসিভ করার।’

Advertisement

তিনি বলেন, ‘যে ব্যক্তি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, স্বাধীন দেশে আমরা তাকেই নির্মমভাবে হত্যা করেছি- এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। বঙ্গবন্ধু কখনও শেষ হবেন না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় থাকবেন।’

সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ‘বিভিন্ন জায়গায় জাতীয় শোক দিবসের আলোচনা হয়। কিন্তু স্টক এক্সচেঞ্জ কখনও শোক দিবসের আলোচনার আয়োজন করেনি। তাই ডিএসইর পক্ষ থেকে জাতীয় শোক দিবসের আলোচনা সভা আয়োজনের কথা শুনে প্রথমে আশ্চর্য হয়েছিলাম।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। আমি আওয়ামী লীগের রাজনীতি করেছি। জাসদ আমাদের (আওয়ামী লীগ) থেকে বের হয়ে ১৯৭৫ সালে গণবাহিনী গঠন করে সারাদেশে অরাজকতা সৃষ্টি করে। ব্যাপক লুটতরাজ চালায়। এক পর্যায়ে ১৫ আগস্টের ঘটনা ঘটে।’

বঙ্গবন্ধুকে হত্যার কারণে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে এমন মন্তব্য করে ফিরোজ রশিদ বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল বাঙালির মুক্তি। তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার কারণে বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে।’

Advertisement

শেয়ারবাজারের জন্য বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে জানিয়ে ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক রকিবুর রহমান বলেন, ‘আজকে আমরা যে ভবনটিতে (ঢাকা স্টক এক্সচেঞ্জের ভবন) রয়েছি এটা বঙ্গবন্ধু দিয়ে গেছেন। এ বিল্ডিং থাকছিল না। আমদের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু ডিএসইর ভবন শত্রুর সম্পত্তি থেকে বাদ দেন।’

এমএএস/এনডিএস/জেআইএম