প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে শ্রীলঙ্কান নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’। চারদিনের এ সফরে জাহাজ দুটি সোমবার সকালে চিটাগং ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছায়।
Advertisement
এর আগে শ্রীলঙ্কার জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছার পর বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘দুর্জয়’ সফরকারীদের স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দুটির অধিনায়কদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ শ্রীলঙ্কার ২৪৭ জন নৌ সদস্য আছেন। বাংলাদেশ সফরকালে জাহাজ দুটি ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক পর্যটন এলাকা পরিদর্শন করবেন।
Advertisement
শুভেচ্ছা সফরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার নৌবাহিনীর কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও নাবিকদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে নৌবাহিনী।
শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি ২৯ আগস্ট বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
আবু আজাদ/জেএইচ/জেআইএম
Advertisement