রাজনীতি

খালেদার মুক্তি আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন রুমিন

নিজ স্বার্থে ১০ কাঠা প্লট আবদার করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বর্তমান সরকারকে আরেক দফা বৈধতা দিয়েছেন বলে দাবি করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়। তিনি বলেন, এর মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন তিনি।

Advertisement

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় যুবসংহতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জয় বলেন, এর আগে নিজেই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদকে অবৈধ বলে অমার্জনীয় অপরাধ করেছেন। শপথ নিয়ে রুমিন সরকারের সব সুযোগ-সুবিধা ভোগ করছেন।

জাতীয় পার্টির এই নেতা বলেন, রুমিন ছাড়া বিএনপির আরও কতজন সংসদের ভেতর বাইরে সুবিধা নিয়েছেন তা নিয়েও প্রশ্ন আছে। সংসদকে অবৈধ বলার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।

Advertisement

তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার নামে জিয়াউর রহমান দুর্নীতিবাজ, খুনিদের বিএনপিতে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য বিএনপিকেও ক্ষমা চাইতে হবে।

ফজলুল হক ফজলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপার কেন্দ্রীয় নেতা সুলতান আহমেদ সেলিম, হাজি নাসির উদ্দিন সরকার, শফিকুল ইসলাম সেন্টু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ।

এইউএ/জেএইচ/জেআইএম

Advertisement