শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলার প্রথম দিন একশ ৫৩ কোটি ২০ লাখ টাকার কর আহরণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, প্রথম দিন সারা দেশে মেলায় নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ২ হাজার ৭০৫ জন। ই-টিআইএন পুনঃনিবন্ধন করেছেন ৮২৭ জন। এদিন ১৪ হাজার ৯৯৮ জন করদাতা তাদের আয়কর বিবরণী দাখিল করেছেন। এসময় সারাদেশে সেবা নিয়েছেন মোট ৫৭ হাজার ৪৭ জন।এর আগে রাজধানীর অফিসার্স ক্লাবে বুধবার সাকালে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ৭ দিন, অন্য সকল জেলা শহরে ৪ দিন, প্রথমবারের মতো ২৯ টি উপজেলায় ২ দিন এবং ৫৭ টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে।এ বছর দেশে প্রথম বারের মতো বিভাগীয় ও জেলা শহরের পাশাপাশি ৮৬ উপজেলায় একযোগে আয়কর মেলা উদযাপন হচ্ছে। ফলে ৬ষ্ঠ বারের মতো আয়োজিত এ বছরের আয়কর মেলা হবে এ যাবৎকালের সর্ববৃহৎ।এদিকে, প্রথম দিনেই করদাতাদের পদচারণে মেলা প্রাঙ্গণ ছিল মুখর। রাজধানীর আয়কর মেলায় ১৭২টি বুথ ও ৫৬টি হেল্পডেস্ক রয়েছে। মেলায় করদাতারা আয়কর বিবরণী জমা দেওয়াসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হচ্ছে। ই-টিআইএন নিবন্ধন এবং পুনঃনিবন্ধন সুবিধাসহ আয়কর বিবরণী, ই-টিআইএন আবেদন ফরম এবং চালান ফরম বুথ থেকে সরবরাহ করা হচ্ছে। মেলায় করদাতারা তাদের ২০১৫-১৬ কর বর্ষের আয়কর রির্টান জমা দিতে পারবেন। আয়কর মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন চলবে।উল্লেখ্য, করদাতাদের উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এসআই/এসকেডি/আরআইপি
Advertisement