ধর্ম

হিজাব নিয়ে যা বললেন মার্কিন সংসদ সদস্য ইলহান ওমর

আমেরিকার মুসলিম নারী সংসদ সদস্য ইলহান ওমর। সোমালিয়ান বংশোদ্ভূত এ নারীই আমেরিকার প্রথম সংসদ সদস্য, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদে হিজাব পরে যোগদান করে ইতিহাস গড়েছেন। পবিত্র কুরআন হাতে নিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন।

Advertisement

এক টুইট বার্তায় তিনি হিজাব পরা সম্পর্কে তার সুস্পষ্ট মতামত তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘তিনি কোনোভাবেই হিজাব পরা পরিত্যগ করবেন না।

তিনি বলেন, ‘সব সময় হিজাব পরা সহজ বিষয় নয়, তবুও তিনি হিজাবকে নিজের জন্য এক ধরণের প্রতিরোধক হিসেবে বেছে নিয়েছেন। তিনি কখনো হিজাব পরা ছেড়ে দেবেন না।’

ইলহান ওমর আরও বলেন, ‘শুধু ধর্মীয় বাধ্যবাধকতার জন্যই তিনি হিজাব পরেন এমনটি নয়, বরং হিজাব পরে তিনি আনন্দও পান।’

Advertisement

মার্কিন কংগ্রেসে কুরআন হাতে নিয়ে শপথ নেয়া এ নারী সংসদ সদস্য শুরু থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একপেশে নীতির বিরোধিতা করে আসছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট হিসেবেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য যে, ২০১৮ সালে তিনি মিনোসোটা থেকে ডেমোক্রেটিক পার্টির সদস্য হিসেবে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। ইলহান ওমর তার পরিবারের সঙ্গে সোমালিয়া থেকে উদ্বাস্তু হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় গ্রহণ করেন। ১৭ বছর বয়সে মার্কিন নাগরিকত্ব লাভ করেন এ নারী সংসদ সদস্য।

এমএমএস/পিআর

Advertisement