দেশজুড়ে

মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত

মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত

মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশত আহত হয়েছেন। বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালে ছয়টি দোকানে অগ্নিসংযোগ ও একাধিক দোকান ও বাড়িঘরে ভাঙচুর লুটপাট করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।পুলিশ ও এলাকাবাসী জানায়, অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহম্মদপুরের রো-নগর ও মন্ডলগাতী গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রো-নগর গ্রামের জালাল ও মন্ডলগাতীর রহমানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষই স্থানীয় ডাঙ্গাপাড়া বাজারে প্রতিপক্ষের উপর হামলা চালানো হয়। এ সময় দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা-পাল্টা হামলা ছয়টি দোকনে অগ্নি-সংযোগ ও একাধিক দোকান এবং বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালানো হয়। এ সময় হামলা ও অগ্নিদগ্ধ হয়ে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। মহম্মদপুর থানা, নহাটা ফাঁড়ি ও মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ প্রায় শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। পরে মাগুরা থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মহম্মদপুর উপজেলা হাসপাতাল, নড়াইলের লোহাগড়া হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement