দেশজুড়ে

মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশত আহত

মাগুরার মহম্মদপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত অর্ধশত আহত হয়েছেন। বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষ চলাকালে ছয়টি দোকানে অগ্নিসংযোগ ও একাধিক দোকান ও বাড়িঘরে ভাঙচুর লুটপাট করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।পুলিশ ও এলাকাবাসী জানায়, অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহম্মদপুরের রো-নগর ও মন্ডলগাতী গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রো-নগর গ্রামের জালাল ও মন্ডলগাতীর রহমানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষই স্থানীয় ডাঙ্গাপাড়া বাজারে প্রতিপক্ষের উপর হামলা চালানো হয়। এ সময় দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা-পাল্টা হামলা ছয়টি দোকনে অগ্নি-সংযোগ ও একাধিক দোকান এবং বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালানো হয়। এ সময় হামলা ও অগ্নিদগ্ধ হয়ে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। মহম্মদপুর থানা, নহাটা ফাঁড়ি ও মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ প্রায় শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। পরে মাগুরা থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মহম্মদপুর উপজেলা হাসপাতাল, নড়াইলের লোহাগড়া হাসপাতাল ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।আরাফাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement