দেশজুড়ে

ফরিদপুরে নিহত ৮ জনের লাশ হস্তান্তর

ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী ব্রিজে শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

এর একটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসলাম মোল্লা এবং অপরটিতে রয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ বিষয়ে প্রতিবেদন দাখিলের নিদের্শ দেয়া হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি এ এফ এম নাছিম জানান, সড়ক দুর্ঘটনার পরেই রাতে ফরিদপুরের করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক সুদীপ কুমার চক্রবর্তী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

এদিকে দুর্ঘটনায় ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসলাম মোল্লাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সড়ক বিভাগের প্রতিনিধি এবং বিআরটিএ এর প্রতিনিধি।

Advertisement

অন্য আরে কমিটিতে ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার কে এম আব্দুল্লাহ ও আল্লাহদীপুর থানা পুলিশের ওসি মাসুদ পারভেজ।

শনিবারের মর্মান্তিক এ সড়ক দর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে তাদের লাশ হস্তান্তর করেছে জেলা পুলিশ। নিহতরা হলেন, কমফোর্ট লাইন বাসের সুপারভাইজার, গোপালগঞ্জ সদরের হানিফ শেখ, বাসযাত্রী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাঠি গ্রামের ফারুক মোল্লা, আসমা বেগম, নড়াইল জেলার বনগ্রাম কালিয়া গ্রামের মো. আলী খন্দকার, একই গ্রামের কেয়া আক্তার, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ আবদুল্লাহ, গোপালগঞ্জ সদরের ডলি আক্তার এবং মোটরসাইকেল চালক ফরিদপুর সদর উপজেলার বিলমাহমুদপুর গ্রামের ওয়াহিদুজ্জামান।

পরে মরদেহগুলোর আগুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করা হয়। এদিকে, দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিরা আশঙ্কাকামুক্ত বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি নামক স্থানে ব্রিজের রেলিং ভেঙে কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৮ ব্যক্তি নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় আরও ২০ জন।

Advertisement

বি কে সিকদার সজল/এমএএস/পিআর