রপ্তানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্যের গুণগতমান মান বজায় রাখার লক্ষ্যে কাঁচা চামড়া মানসম্মতভাবে পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
Advertisement
রপ্তানি সম্ভাবনাময় চামড়া খাতের উন্নয়নে করণীয় পর্যালোচনার লক্ষ্যে আজ (রোববার) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিরগিরই আরও একটি সভা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
Advertisement
এমইউএইচ/এনএফ/পিআর